এক-একটা নতুন বছর আসে, আর পুরনো সময়কে নতুন করে সাজিয়ে যায়। নতুন আশা নিয়ে শুরু হয় পথ চলার। এই নতুন সময়ে অনেকেই অনেকরকম রেজুলেশন নিয়ে থাকেন। যেন একটা নতুন ‘আমি’র খোঁজে থাকে সকলে। সেই নতুন ‘আমি’টাই ধরা দিক সকলের মধ্যে। অদ্বিতীয়ার জানুয়ারি সংখ্যায় নতুন কিছু’র চেষ্টায় আমরাও।
জীর্ণ পাতা ঝরার পরেই সবুজ কচি পাতার সম্ভাবনা লুকিয়ে থাকে শীতের বুকেই। নতুনের গন্ধ মাখা নতুন বছরে তাই অদ্বিতীয়া’ও সেজে উঠল নতুন করে। কিছু বিভাগ রইল, কিছু বিভাগ রইল না, বদলে যোগ হল নতুন কিছু বিভাগ। আশা করি পাঠকদের ভাল লাগবে এই নতুন রূপ। পাঠকরাও তাঁদের দৃষ্টিকোণ থেকে দেখা কল্পচিত্র অথবা তথ্য সমৃদ্ধ লেখা পাঠিয়েছেন আমাদের। স্বনামধন্য ব্যক্তিত্বদের পাশাপাশি তাঁদের নির্বাচিত রচনাগুলিও প্রকাশিত হচ্ছে এই বিশেষ ডিজিটাল সংখ্যায়। যাঁরা লিখতে ভালোবাসেন, লেখেন নিয়মিত তাঁদের জন্য কবিতা, গল্পের বিভাগ তো ছিলই, যোগ হয়েছে রসুই অর্থাৎ ‘অদ্বিতীয়া ক্লাব কিচেন’। পাঠকদের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক, এবার তাঁরাও যোগ দিতে পারেন।
আমি মনে করি অদ্বিতীয়া যেমন আমার, তেমনই আপনারাও। আমাদের সম্মিলিত প্রয়াসেই অদ্বিতীয়া আরও ভাল, আরও মননশীল এবং আকর্ষণীয় হয়ে উঠবে নতুন বছরে এই আশা রাখি। নতুন বছরে অদ্বিতীয়া হয়ে উঠল আরও রঙিন এবং সুগন্ধী ‘অরেঞ্জ’-এর সঙ্গে। এবারের প্রচ্ছদ-কাহিনির বিষয় ‘অরেঞ্জ হাজার গুণে ভাল’। দীর্ঘদিন ধরে অরেঞ্জ নিয়ে কাজকর্ম, গবেষণা। সবমিলিয়ে সুন্দর, সুগন্ধিত একটি বছর উপহার দেওয়ার চেষ্টা করলাম।
সবাই খুব ভালো থাকুন, সুন্দর থাকুন নতুন বছরে। সবার জন্য রইল নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।